এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে একটি দল ধর্মের কার্ড ও আরেকটি দল মুক্তিযুদ্ধের কার্ড খেলছে। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার এ অবস্থার জন্য আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সমানভাবে দায়ী।





