'এইচএম সেলিম রান টেন কে' ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

'এইচএম সেলিম রান টেন কে' ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

জাতির মাঝে ঐক্য চেতনা ও সকলের মাঝে বিদ্যমান তারুণ্য শক্তিকে জাগ্রত করতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ‘ঐক্যের জন্য দৌড়াও’ ‘রান ফর ইউনিটি’ এই স্লোগানে রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে পিনাকল। জাতির ঐক্য চেতনা বুকে ধারণ করে প্রভাত ফেরির পরই ১২ শত দৌড় প্রেমী রাস্তায় নামে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভিন্ন আয়োজনে দিবসটি পালনের উদ্যোগ নেয় পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন। ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে তাদের এই ভিন্নধর্মী আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তারুণ্য শক্তিকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা সকলের মধ্যকার বিদ্যমান সেই তারুণ্য শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সারাদেশব্যাপী এ ধরনের আয়োজন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার, মেকদাদ এন্ড মেহরাব এগ্রো লিমিটেড এর ডিরেক্টর নিজাম উদ্দিন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক আলামিন সবুজ, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ, বি, শরীফ এবং তাহের হোসেন মারুফ।

প্রতিবছরের ন্যায় এবছরও পুরুষ, নারী ও ভেটেরান্স (পঞ্চাশোর্ধ্ব) তিন ক্যাটাগরিতে ম্যারাথনে অংশ নেয় দৌড় প্রেমীরা। তন্মধ্যে ৮০০ পুরুষ ও ৪০০ ছিল নারী খেলোয়াড়র।

পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বোরহান উদ্দিন, রানার আপ সাব্বির আহমেদ। নারী ক্যাটাগরিতে তানজিলা আক্তার চ্যাম্পিয়ন এবং সুমাইয়া আক্তার রানার আপ হন। ভেটেরান্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন আব্দুস সালাম এবং রানার আপ হন আবুল হোসেন।

তিন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন্সদের ৫ হাজার ও রানার আপদের ৩ হাজার টাকা করে পুরষ্কৃত করা হয়। এছাড়াও ফিনিশারদের মেডেল প্রদান করা হয়। খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

Scroll to Top