এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে হিলি চেকপয়েন্টে মেডিকেল টিম | চ্যানেল আই অনলাইন

এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে হিলি চেকপয়েন্টে মেডিকেল টিম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এইচএমপি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। ভারত, বাংলাদেশসহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মেডিকেল টিম কার্যক্রম শুরু করে। স্বাস্থ্য
বিভাগের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এই চেকপোস্ট দিয়ে যাতায়াত পাসপোর্টধারী যাত্রীরা।

উপ-সহকারী মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশে আজ সকাল থেকে এই ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। দুই
দেশের পাসপোর্ট ধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যদি কোন যাত্রীর শরীরে এই ভাইরাস পাওয়া যায়। তাহলে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও যদি
সর্দি-জ্বর, কাশি, গলাব্যথা লক্ষন দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসাসহ পরামর্শ দেয়া হবে। আর যদি বেশি অসুস্থ হয় তাহলে তাকে ভর্তির করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

GOVT

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে এই চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। মেডিকেল টিম পাসপোর্টধারী যাত্রীদের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করলে যাত্রীদের কাস্টমসের কার্যক্রম করা হচ্ছে।

Shoroter Joba

Scroll to Top