উয়ায়েস করনির কাহিনি

উয়ায়েস করনির কাহিনি

উসাইর ইবনে আমের, কিংবা মতান্তরে ইবনে জাবের একটি হাদিসের বর্ণনা করেছেন।

হজরত উমর (রা.)-এর কাছে যখনই ইয়ামেন থেকে সহযোগী যোদ্ধারা আসতেন, তখনই তিনি তাঁদের জিজ্ঞেস করতেন, ‘তোমাদের মধ্যে কি উয়ায়েস ইবনে আমের আছে?’

এক দলের সঙ্গে উয়ায়েস করনি মদিনা এলেন। এরপর উমর (রা.) তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি উয়ায়েস ইবনে আমের?’

তিনি বললেন, ‘হ্যাঁ।’

উমর (রা.) বলেন, ‘মুরাদ (পরিবারের) এবং করন (গোত্রের)?’

উয়ায়েস বললেন, ‘হ্যাঁ।’

তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘তোমার শরীরে শ্বেতরোগ ছিল, ১ দিরহাম সমান জায়গা ছাড়া তার সবটাই কি সেরে গেছে?’

উয়ায়েস বললেন, ‘হ্যাঁ।’

উমর (রা.) বললেন, ‘তোমার মা আছে?’

উয়ায়েস বললেন, ‘হ্যাঁ।’

Scroll to Top