আওয়ামী লীগের নীতিনির্ধারকদের অনেকের মূল্যায়ন হচ্ছে, স্থানীয় সরকারে প্রতীক নিয়ে নির্বাচনের কারণে দলে অনুপ্রবেশ বেড়েছে। রাজনীতি করেননি কিন্তু দলীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট অনেকে জনপ্রিয়তা না থাকলেও মনোনয়ন পেয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের পেছনে আগ্রহীদের ধরনা দিতে হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আখলাক হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, দলের এই সিদ্ধান্তে তিনি খুশি। কারণ, জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি দলীয় মনোনয়ন পাননি। অথচ দলীয় প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়ী হন। প্রতীক না থাকায় এবার দলের বিরুদ্ধে যেতে হবে না।
নির্বাচন কমিশন বলছে, আইনে থাকলেও রাজনৈতিক দলগুলো চাইলে দলীয় প্রতীকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এতে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় প্রতীক না দেওয়ার বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, দলে বিভেদ যাতে না হয়, সেটা একটা লক্ষ্য ছিল। এ ছাড়া বিএনপির নেতারা যদি ভোটে আসতে চান, তাহলে দলের দিকে তাকিয়ে থাকতে হবে না।