উত্তর প্রদেশে ভাঙা হলো শতাব্দীপ্রাচীন মসজিদের একাংশ

উত্তর প্রদেশে ভাঙা হলো শতাব্দীপ্রাচীন মসজিদের একাংশ

জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, মসজিদের একটি অংশ ভেঙে ফেলার জন্য গত আগস্টে মসজিদ কমিটি, সেখানকার দোকানদার, বাড়ির মালিকসহ ১৩৯ জনকে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। কিন্তু এরপরও সেই অংশ ভাঙা না হওয়ায় মঙ্গলবার তা ভেঙে দেওয়া হয়।

অবিনাশ ত্রিপাঠী বলেন, ‘সড়কের ওপরে থাকা সব ভবন চিহ্নিত করে নোটিশ দিয়েছিল গণপূর্ত বিভাগ। অন্যরা সেপ্টেম্বরেই চিহ্নিত অংশ ভেঙে ফেলে। মসজিদ কমিটিও সড়কের ওপর থাকা দোকানের অংশবিশেষ ভেঙেছে। তবে গণপূর্ত বিভাগকে প্রতিশ্রুতি দিয়েও নির্ধারিত সময়ের মধ্যে তারা মসজিদের অংশবিশেষ ভাঙেনি।’

মসজিদ ভাঙার বিষয়টি নিয়ে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পাওয়া যায়নি।

Scroll to Top