উত্তরায় সাবু শপ-এর সপ্তম আউটলেট উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

উত্তরায় সাবু শপ-এর সপ্তম আউটলেট উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রেতা প্রতিষ্ঠান সাবু শপ রাজধানী ঢাকার উত্তরায় তাদের সপ্তম আউটলেট চালু করেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) উত্তরায় এ আউটলেট উদ্বোধন করে সাবু শপ।

প্রতিষ্ঠানটি গত ৭ বছর ধরে অনলাইন এবং অফলাইনে গ্রাহকের আস্থা অর্জন করে অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশে স্কিন কেয়ার নিয়ে কাজ করে যাচ্ছে। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার উপর নির্ভর করে সাবুশপ শুধু অনলাইন নির্ভর না থেকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের আউটলেট করেছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবু শপ এর চেয়ারম্যান সাবরিনা খাতুন এবং ব্যবস্থাপনা পরিচালক মো.শরিফুল ইসলাম।

GOVT

সাবু শপ বিভিন্ন দেশ থেকে আমদানিকরা অথেনটিক পণ্য নিয়ে কাজ করে,যেমন কোরিয়া, তুরস্ক,থাইল্যান্ড ,মালয়েশিয়া,ইন্ডিয়া থেকে সরাসরি প্রস্তুতকারক ও আমদানীকারক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে পন্য আমদানি করে।এতে একাধারে যেমন পন্যের গুণগতমান বহাল থাকে তেমনি আমদানীকারক প্রতিষ্ঠান এর জবাবদিহিতা এবং দায়বব্ধতা থাকে শতভাগ।

সাবুশপের চেয়ারম্যান সাবরিনা খাতুন সাবু জানান,তাদের সব সময় উদ্যেশ্য থাকে গ্রাহকের সন্তুস্টি ,উচ্চমানের পণ্য সাশ্রয়ী দামে সরনরাহ এবং গ্রাহকের হাতের নাগালে পণ্য পৌছে দেওয়া। শুধুমাত্র অফলাইনে নয় ,অনলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাহকরা যাতে পণ্যের অর্ডার করতে পারেন ।

গ্রাহক চাহিদা বিবেচনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান সাবরিনা খাতুন। তিনি আশাবাদী তার টিম কঠোর পরিশ্রম করে সাবু শপকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করবে।

shoroterjoba

Scroll to Top