ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২১ জুলাই) রাত ১১টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এক বিজ্ঞপ্তিতে জানান, “উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় আহত সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। যেসব রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন, তাদের ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে কোনো জটিলতার ক্ষেত্রে রোগীদের জাতীয় বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান। মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে সেটি বিধ্বস্ত হয় স্কুল ক্যাম্পাসে। দুর্ঘটনায় এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন।