ঈদের দিনে সেরা আনন্দ পেল বাংলাদেশ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার ৮ এ উঠে গেছে বাংলাদেশ। আহা! কী আনন্দ আকাশে বাতাসে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
নেপাল টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায়। শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।আসা যাওয়ার করুণ মিছিল শুরু হয় বাংলাদেশ দলের ব্যাটারদের। ‘সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ সহ অন্যান্য দুই একজন ব্যটিং এ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও ১০৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের টার্গেটে মাঠে নামে নেপাল। শুরুর দিকে নেপাল জয়ের ব্যাপারে দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলছিল। তবে মাস্টার কাটার মোস্তাফিজ, সাকিব সহ অন্যান্য দুই একজনের বোলিং দৃঢ়তার মাত্র ৮৫ কানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ২১ রানে জয় পায় বংলাদেশ।
সম্পর্কিত
গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে মংলাদেশ আগেই সুপার ৮ এ ওঠার, সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। নেপালকে পরাস্ত করার পর সুপার এইট নিশ্চিত হয়। এখন দেখার বিশ্ব টপ অর্ডারের ব্যর্থতার ভুগতে থাকা বাংলাদেশ সুপার ৮ এ কী করে?