ইসরায়েলের হামলায় লেবাননে এক মেয়রের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের হামলায় লেবাননে এক মেয়রের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ইসরায়েল-লেবানন সীমান্তে সহিংসতা বৃদ্ধি পেলে ইসরায়েল দক্ষিণ লেবাননের উপর যুদ্ধবিমানের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের সেই হামলায় লেবাননের লেবানিজ একালার তাইবেহ গ্রামের হুসেইন মনসুর নামে এক মেয়র নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Bkash

সোমবার ১১ ডিসেম্বর নেবাননের তাইবেহ গ্রামে নিজের বাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে হুসেইন মনসুর নিহত হন।

নিহত মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর গণমাধ্যমকে জানিয়েছে, আমার ভাই তার বাসায় প্রতিদিনের মতোই ছিল। আমরা কখনও কল্পনাও করিনি দুই দেশের সহিংসতার মাশুল আমার ভাইকে দিতে হবে।

Reneta JuneReneta June

ইসরায়েল বাহিনী দাবি করেছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণই হয়নি যখন মেয়র মারা গেছেন।

রোববার থেকে দুই দেশের মধ্যে সহিংসতা বৃদ্ধি পায়। ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালালে, তার প্রতিক্রিয়া হিসেবে হামলা শুরু করে ইসরায়েল।

হিজবুল্লাহ গোষ্ঠীর দাবি করছে, ইসরায়েল লেবাননের উপর প্রথম হামলা শুরু করেছে বলেই আমরা সেই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে পাল্টা হামলায়।

Scroll to Top