ইসরায়েলের পক্ষে গাজায় যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা – DesheBideshe

ইসরায়েলের পক্ষে গাজায় যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা – DesheBideshe

প্রিটোরিয়া, ১৯ ডিসেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পক্ষে যুদ্ধ যাওয়া দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, যারা দক্ষিণ আফ্রিকার নাগরিকও, গাজায় যুদ্ধ করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) যোগ দিয়েছে কিংবা যোগ দেওয়ার কথা ভাবছে। গণমাধ্যমের এমন খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার।

মন্ত্রণালয় আরও বলেছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনে হতে পারে। ফলে তারা দক্ষিণ আফ্রিকায় বিচারের আওতায় আসতে পারেন।

তবে বর্তমানে গাজায় ইসরায়েলের হয়ে ঠিক কতজন দক্ষিণ আফ্রিকার নাগরিক যুদ্ধ করছে তা জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা আগেই জানিয়েছিল দেশটির নিরাপত্তা সংস্থা এসএসএ।

ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে বেশ সোচ্চার দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে প্রায়ই নিজেদের বর্ণবাদবিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করে থাকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি। গাজায় নির্বাচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: কালবেলা
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩

Scroll to Top