ইসরায়েলের কোনও দূতাবাস আর নিরাপদ নয় – DesheBideshe

ইসরায়েলের কোনও দূতাবাস আর নিরাপদ নয় – DesheBideshe

তেহরান, ০৭ এপিল – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেছেন, দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে প্রাণঘাতী হামলার পর কোনো ইসরায়েলি দূতাবাসই আর নিরাপদ নয়। আজ রবিবার (০৭ এপ্রিল) তেহরানে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সাফাবির দাবি ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ২৭টি ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। খবর আল আরাবিয়ার।

গত সোমবার দামেস্কে ইরানি কনস্যুলেটে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছাড়াও অন্তত ৭ জন নিহত হন। এরপর সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরি বলেন, হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে ‘একই মাত্রার ও একই রকম কঠোর।’

নিহত জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি লেবানন ও সিরিয়ায় আইআরজিসি’র বৈদেশিক অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। ২০২০ সালে ইরাকে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর জাহেদিই ইরানের সর্বোচ্চ পদস্থ কমান্ডার।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৭ এপিল ২০২৪

Scroll to Top