যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিজের গায়ে আগুন ধরিয়েছেন বলে জানিয়েছে মার্কিন জরুরি পরিষেবা।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রোববার ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। ওয়াশিংটন ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুনে দগ্ধ সেই বিমান বাহিনীর সদস্যকে হাসপাতালে নিয়ে যায় এবং আগুন নেভায়।
মার্কিন এয়ার ফোর্সের একজন মুখপাত্র জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর সেই সদস্য একজন সক্রিয়-ডিউটি এয়ারম্যান ছিল। ওয়াশিংটন পুলিশ বিভাগ, মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে।
ওয়াশিংটন পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি ইন্টারন্যাশনাল ড্রাইভ, এনডব্লিউ-এর ৩ জাহার ৫০০ ব্লকে আনুমানিক দুপুর ১টায় ঘটেছিল। তখন ওয়াশিংটন পুলিশকে পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে সহায়তা করার জন্য। প্রাপ্তবয়স্ক সেই সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি “ফ্রি ফিলিস্তিন” বলে চিৎকার করে নিজের দেহে আগুন জ্বালিয়ে দেয়।
এই ঘটনায় ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেই ব্যক্তি দূতাবাসের কর্মীদের সাথে পরিচিত ছিল না।