এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলো বোমাবর্ষণে উড়িয়ে দেওয়া হোক, পরে বাকি সব দেখা যাবে বলে ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এনডিটিভি জানিয়েছে, গতকাল (৪ অক্টোবর) শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে ট্রাম্প বলেন, জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ইরান সম্পর্কে কী মনোভাব রাখেন। উনি বললেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে যেন হামলা না করা হয়। কিন্তু সেখানেই তো হামলার প্রয়োজন রয়েছে।
বাইডেনের জবাবের প্রসঙ্গ উত্থাপন করে ট্রাম্প বলেন, আমার মনে হয় উনি ভুল বলেছেন। এখন তো পরমাণু কেন্দ্রেই হামলা করা সবচেয়ে জরুরি। ওই পরমাণু কেন্দ্রই তো আমাদের কাছে সবচেয়ে বেশি ঝুঁকির। পরমাণু অস্ত্র সবচেয়ে বড় আশঙ্কার কারণ। বাইডেনের বলা উচিত ছিল, আগে পরমাণু কেন্দ্রে আক্রমণ করা হোক, বাকি সব পরে দেখা যাবে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে পশ্চিম এশিয়ার এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কমলা হ্যারিস এখনও পর্যন্ত তেমনভাবে কোন মন্তব্য করেননি।