এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেসলা ও এক্স-এর সিইও ইলন মাস্কের রেকর্ড ৫৬ বিলিয়ন ডলার বেতনের চুক্তি দ্বিতীয় দফায় বাতিল করেছে মার্কিন আদালত।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালত কয়েক মাস আইনি প্রক্রিয়া চালানোর পর এই সিদ্ধান্ত জানিয়েছে। আদালতের বিচারক ক্যাথালিন ম্যাককর্মিক গত জানুয়ারি মাস থেকে তার আগের সিদ্ধান্তকে বহাল রেখেছেন। যুক্তিতে তিনি বলেন, বোর্ডের সদস্যরা ইলন মাস্ক দ্বারা প্রভাবিত।
এই রায়ের প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে ইলন মাস্ক লিখেছেন, “শেয়ারহোল্ডারদের কোম্পানির ভোট নিয়ন্ত্রণ করা উচিত, বিচারকদের নয়। আদালতের সিদ্ধান্তটি ভুল”।
তিনি আরও লিখেছেন, এই রায় যদি বাতিল না করা হয়, তাহলে বিচারক এবং আইনজীবীরা এই কোম্পানিগুলো চালান।
আদালতের তথ্যমতে টেসলা তাদের পে প্যাকেজ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, যা ২০১৮ সালে বর্তমানের তুলনায় ন্যায্য ছিল। টেসলার প্রধান নির্বাহী ও প্রধান শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, রকেট কোম্পানি স্পেসএক্স এবং ব্রেন চিপ ফার্ম নিউরালিংকসহ আরও কয়েকটি কোম্পানির মালিক। এক্স কেনার জন্য টেসলার শেয়ারের একটি বড় অংশ বিক্রি করে দিয়েছিলেন ইলন মাস্ক। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক।
তবে সম্প্রতি মাস্ক এক ঘোষণায় বলেছেন, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটির একটি বড় অংশে মালিক হতে চান তিনি। এছাড়া, টেসলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিনিয়োগ নিয়েও উদ্বিগ্ন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টেসলার ২৫ শতাংশ ভোটের নিয়ন্ত্রণ ছাড়াই এআই ও রোবোটিকস প্রযুক্তির নেতা হওয়ার বিষয়ে অস্বস্তি বোধ করছি।’