ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা ৪ থেকে ৫ ঘণ্টা বিমান থেকে গোলা বর্ষণের পর ইরানে হামলা হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবিসি জানিয়েছে, আজ (২৬ অক্টোবর) শনিবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, আমাদের হামলা সমাপ্ত এবং এই অভিযান সফল। পূর্ববর্তী হামলার জবাব দিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলা পরিচালিত করেছিল। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। আমাদের সেনারাও নিরাপদে বাড়ি ফিরেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি

এতে আরও বলা হয়, কয়েক ঘণ্টার এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান কারখানা এবং ইসরায়েলের দিকে তাক করা বিভিন্ন ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত বছর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সবই তৈরি হয়েছে সেই কারখানায়।

GOVT

এছাড়াও ইরান ইসরায়েলের বিমান বাহিনীর চলাচলকে বাধাগ্রস্ত করতে যেসব সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল সেগুলোকেও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

Chokroanimation

Scroll to Top