ইসলামিক প্রজাতন্ত্র ইরান ২০২৩ সালে মোট ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
এনডিটিভি জানিয়েছে, এই সংখ্যাটি ২০২২ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি। এই সময় অন্তত ২২ জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
সম্প্রতি নরওয়ে ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) এবং প্যারিস ভিত্তিক ‘টুগেদার এগেইনেস্ট ডেথ’ পেনাল্টির যৌথ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সর্বোচ্চ ৯৭২টি মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ইরানে ২০২৩ সালে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এই দুই মানবাধিকার গ্রুপ ইরানকে অভিযুক্ত করে বলেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদের প্রেক্ষিতে সমাজে ভীতি ছড়াতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কর্তৃপক্ষ। আইএইচআর এর পরিচালক মাহমুদ আমিরি-মোগদ্দাম বলেছেন, সামাজিক ভয় জাগানোই হল ক্ষমতা ধরে রাখার একমাত্র উপায় এবং মৃত্যুদণ্ড হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
আমেরি-মোগাদ্দাম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার অভাব, বিশেষ করে ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধে মনোযোগ কেন্দ্রীভূত করা ইরানকে আরও ফাঁসি কার্যকর করতে উৎসাহিত করছে।