ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা এবং ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে তেল আবিবের অনুরোধের পর বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
রয়টার্স জানিয়েছে, রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান কাউন্সিলের সভাপতির কাছে একটি চিঠিতে পরিষদকে জরুরি বৈঠকের জন্য অনুরোধ জানান।
নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির চেষ্টা করছে ইরান। দেশটি ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না। চিঠিতে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে (১৪ এপ্রিল) রোববার গভীর রাতে ইসরায়েলে ২০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তারই প্রতিক্রিয়ায় জাতিসংঘে এমন অনুরোধ জানায় ইসরায়েল।