এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই ঘটনায় অনেকই সন্দেহ করছেন, এর সাথে জড়িত আছে ইসরায়েল। তবে অভিযোগটিকে ইসরায়েলের পক্ষ থেকে সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে।
দ্যা জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, রাইসির মৃত্যুতে ইসরায়েল জড়িত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সাথে ইসরায়েল জড়িত ছিল না।
উল্লেখ্য, রোববার ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে ফিরে আরেকটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে সোমবার ২০ সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আজারবাইজান, আরব আমিরাত, তুরস্ক, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ।