শনিবার দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদান শহরের একটি আদালতে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন বেসামরিক লোক এবং ৩ জন সন্ত্রাসী।
শনিবার ২৬ জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য প্রকাশ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীরা আদালত ভবনে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন সন্ত্রাসী নিহত হয়।
আদালতের নিজস্ব পোর্টাল মিজান অনলাইনের বরাতে এএফপি জানায়, দক্ষিণ-পূর্ব সিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি আদালত কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় ৫ জন বেসামরিক লোক নিহত হয় এবং ১৩ জন আহত হয়।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যে হামলার সময় তিনজন সন্ত্রাসীও নিহত হয়েছেন।
সিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলী রেজা বলেন, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে মূল ভবনে প্রবেশের চেষ্টা করেছিল।
ইরানি গণমাধ্যমের বরাতে এএফপি জানায়, পাকিস্তানের একটি বেলুচি জিহাদি গোষ্ঠী ‘জইশ আল আদল’ এই হামলার দায় স্বীকার করেছে। ইরানেও এই গোষ্ঠির সক্রিয়তা রয়েছে।