রিয়াদ, ২৩ মার্চ – সৌদি আরবের মক্কার জাহরাত আল উমরাহ মসজিদের পাশে ছিটকে পড়েছে একটি গাড়ি। ওই সময় মসজিদটির পাশে ইফতারের প্রস্তুতি নিয়েছিলেন মুসল্লিদের একটি দল। প্রচণ্ড গতিতে আসা ওই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাবক। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, একজন নিহত হওয়ার পাশাপাশি এ দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িটি একদিকে ছুটে আসছিল। এরপর এটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আর যেখানে মানুষ ইফতার করার জন্য জড়ো হয়েছিলেন ঠিক সেখানে এসে গাড়িটি ছিটকে পড়ে।
অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দলসহ জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। কি কারণে এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে এখন কাজ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে একসঙ্গে বসে ইফতার করেন মুসল্লিরা। বিশেষ করে মসজিদে জড়ো হন তারা। রমজান মাস শুরুর আগে সৌদির সরকার নির্দেশ দিয়েছিল, মসজিদের ভেতর কেউ ইফতার করতে পারবেন না। তবে মসজিদের আশপাশের জায়গায় ইফতার করা যাবে।
ধারণা করা হচ্ছে দুর্ঘটনার স্বীকার হওয়ার ব্যক্তিরা ইফতারের জন্য মসজিদের বাইরের জায়গায় বসেছিলেন। সেখানেই নির্মম দুর্ঘটনার স্বীকার হতে হয় তাদের। এরমধ্যে ইফতার করতে গিয়ে একজন নিজের প্রাণই হারিয়েছেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ মার্চ ২০২৪