এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
দেশটির পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় রোববার ২০ অক্টোবর সকালে শপথ বাক্য পাঠ করেন ৭৩ বছর বয়সী সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন তিনি।
সুবিয়ান্তোর শপথ গ্রহণ উপলক্ষে ব্যানার ও বিলবোর্ড ভরে যায় রাজধানী জাকার্তার সড়ক। এরপর হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবিয়ান্তো। প্রেসিডেন্ট নির্বাচনে দুবার উইদোদোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ২০১৪ ও ২০১৯ সালের উভয় নির্বাচনেই উইদোদোর কাছে হারেন তিনি।
তবে ২০১৯ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর সুবিয়ান্তোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন উইদোদো। এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রানিং মেট হিসেবে উইদোদোর ছেলে জিবরান রাকাবুমিং রাকাকে বেছে নিয়েছেন সুবিয়ান্তো।
উদ্বোধনী ভাষণে প্রাবোও ইন্দোনেশিয়ার সব নাগরিককে সেবা দেওয়ার করার অঙ্গীকার করেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা সবকিছুর ঊর্ধ্বে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেব।