ইনসেপ্টার মেনিনজাইটিস-এর ভ্যাকসিন সর্বত্র পাওয়া যাচ্ছে | চ্যানেল আই অনলাইন

ইনসেপ্টার মেনিনজাইটিস-এর ভ্যাকসিন সর্বত্র পাওয়া যাচ্ছে | চ্যানেল আই অনলাইন

সম্প্রতি সৌদিআরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) ঘোষণা দিয়েছে যে, যারা ওমরাহ, হজ অথবা ভ্রমণ ভিসায় সৌদিআরবে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ভ্রমণের দশদিন (১০) পূর্বে মেনিনজাইটিস-এর টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এতে বলা হয়, ইনসেপ্টা সারাদেশে সরবরাহ করছে মেনিনজাইটিস-এর ভ্যাকসিন ইনগোভ্যাক্স এসিডাব্লিউওয়াই। এই ভ্যাকসিন রাজধানীর ল্যাবএইড, প্রাভা হেলথ, ভাইরোলজি ডিপার্টমেন্ট (বিএসএমএমইউ), প্রিভেন্টাসহ অন্যান্য ভ্যাকসিন সেন্টারে পাওয়া যাচ্ছে।

এর পাশাপাশি দেশের অন্যান্য জেলার ভ্যাকসিন সেন্টারেও পাওয়া যাচ্ছে।

GOVT

Scroll to Top