একটা প্রবাদ, ‘যস্মিন দেশে যদাচার’। অর্থাৎ যখন যে দেশে যাচ্ছেন সে দেশের আচার মেনে চলাই উত্তম। কোনো কোনো দেশে খালি পায়ে হাঁটা যাবে না, আবার কোনো এলাকায় স্যান্ডেল পরে গাড়ি চালালে হতে পারে জরিমানা। আবার কোথাও পোশাক ঠিক না রাখলে হবে ‘দণ্ড’, আবার কোথাও সাঁতার কাটা ‘অপরাধ’।
এমনই কিছু নিয়ম চালু হয়েছে ইউরোপে। সেখানে ঘুরতে যাওয়ার আগে এ বিষয়গুলো জেনে নেওয়াই ভালো। কেন না চলতি বছর ইউরোপ বেশ ভালো অঙ্কের জরিমানাই লিখেছে নিয়ম ভঙ্গকারী পর্যটকদের জন্য।
পর্যটনে এগিয়ে থাকা ইউরোপ ‘খারাপ আচরণকারী’ বা ‘অবাধ্য’ পর্যটকদের জন্য কোন কোন ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা চালু করেছে তা জেনে নেওয়া যাক। এ বছর থেকে উড়োজাহাজ পুরোপুরি না থামার আগে সিটবেল্ট খুলে ফেলা বা আসন ছেড়ে উঠে যাওয়াকে একটি ‘অপরাধ’ হিসেবে গণ্য করছে ইউরোপ। এর জন্য নির্ধারণ করা হয়েছে জরিমানাও।