এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বব্যাপী বিদ্যুতচালিত গাড়ির চাহিদা কমায় এবং চীনে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ফোর্ড।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আগামী তিন বছরে এ অটো জায়ান্ট প্রায় চার হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দেবে। যা অঞ্চলটির মোট জনশক্তির প্রায় ১৪ শতাংশ। ২০২৭ সালের শেষ নাগাদ একাধিক ধাপে এ ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
মার্কিন কোম্পানিটি জানিয়েছে, এ সিদ্ধান্তে মূলত জার্মানি ও যুক্তরাজ্যের কর্মীদের ওপর এর প্রভাব বেশি পড়বে। মার্কিন কোম্পানিটি জানিয়েছে, এ সিদ্ধান্তে মূলত জার্মানি ও যুক্তরাজ্যের কর্মীরা প্রভাবিত হবেন। ২০২৭ সালের শেষ নাগাদ একাধিক ধাপে এ ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
ফোর্ড বলেছে, ‘বিশ্বব্যাপী গাড়ি শিল্প একটি রূপান্তরকালীন সময় অতিক্রম করছে, বিশেষ করে ইউরোপে। এখানে শিল্পটি অভূতপূর্ব প্রতিযোগিতামূলক পরিবেশ, নিয়ন্ত্রক ও অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছে।’
এ বিষয়ে ফোর্ডের ইউরোপীয় কার্যক্রমের ট্রান্সফরমেশন অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেন, ইউরোপের প্রতিযোগিতামূলক পরিবেশে ফোর্ডের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কঠোর কিন্তু দৃঢ় পদক্ষেপ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোয় ইউরোপে ফোর্ডের যাত্রীবাহী গাড়ির ব্যবসা উল্লেখযোগ্য লোকসানের সম্মুখীন হয়েছে। এ সময় অন্য গাড়ি নির্মাতাদের মতো ফোর্ড ইভির দাম কমাতে বাধ্য হয়েছে এবং কোম্পানি ইভি উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে।
গত বছর কোম্পানিটি বলেছিল, তারা ইউরোপজুড়ে প্রায় ৪ হাজার ৯০০ চাকরি ছাঁটাই করবে। নতুন সিদ্ধান্তে এক্সপ্লোরার ও ক্যাপ্রি মডেলের উৎপাদনের ওপর প্রভাব ফেলবে।
আরেক অটো জায়ান্ট ফক্সওয়াগনের ছাঁটাই ঘোষণার কয়েক সপ্তাহ পর ফোর্ডের পরিকল্পনাটি জানা গেল। দুর্বল ইউরোপীয় গাড়ি বাজার এবং চীনে বাজারের অংশ হারানোর কারণে কয়েক হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এ জার্মান অটোমেকার আরো জানিয়েছে, চাকরি রক্ষা ও কোম্পানির ভবিষ্যৎ সুরক্ষিত করতে কর্মীদের বেতন ১০ শতাংশ কমাবে। জার্মানিতে কমপক্ষে তিনটি কারখানা বন্ধ করবে ফক্সওয়াগন।