ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৪ ডিসেম্বর মহাখালীস্থ ইউনিভার্সেল নার্সিং কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

অনুষ্টানে ২০২৫ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, পরিচালক অভিজিৎ ভট্টাচার্য এফসিএ, উপদেষ্টা ডা. একেএম জাফর উল্লাহ, পরিচালক-মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, চীফ ফিন্যান্সিয়াল অফিসার দিপংকর দত্ত এসিএস, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন।

GOVT

সম্মেলনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নতুন বছরে রোগীদের উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Shoroter Joba

Scroll to Top