গোল খেয়ে জেগে ওঠার চেষ্টা করে ইউনাইটেড। চেষ্টা করে আক্রমণে গিয়ে আর্সেনালকে চাপে ফেলার। বিরতির আগে একাধিক সুযোগও তৈরি করে তারা। যদিও সমতা ফেরানোর জন্য সেসব যথেষ্ট ছিল না। আর্সেনালের জমাট রক্ষণের বাধা পেরোতেই পারেনি এরিক টেন হাগের শিষ্যরা। এদিন প্রথম ৩৫ মিনিটে ৬টি শট নেয় ইউনাইটেড, যার কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি গারনাচো-হইলুন্দরা ইউনাইটেডের চাপে আর্সেনাল এ সময় প্রতি-আক্রমণ নির্ভর হয়ে পড়ে। তবে বিরতির আগে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
বিরতির পরও আক্রমণ, প্রতি-আক্রমণে জমে উঠে ম্যাচ। গোলের খোঁজে দুই দলই এ সময় আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। কিন্তু উভয় দলই রক্ষণে দারুণ দৃঢ়তা দেখানোয় মিলছিল না গোলের দেখা। ইউনাইটেডের হয়ে একাধিকবার গোল করার মতো অবস্থানে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত সমতা আনতে পারেননি গারনাচো।