ইউটিউবে ছেলের মৃত্যুর খবর পেলেন ভারতীয় পাইলটের বাবা

ইউটিউবে ছেলের মৃত্যুর খবর পেলেন ভারতীয় পাইলটের বাবা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দুবাইয়ে চলমান এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হয়ে নিহত পাইলট উইং কমান্ডার নমন স্যায়ালের বাবা তার পুত্রের মৃত্যুর খবর পেয়েছেন ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে। গতকাল ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়।

শনিবার (২২ নভেম্বর) বিবিসি বাংলা এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত উইং কমান্ডার হিমাচল প্রদেশের কাংড়া জেলার পাতিয়ালকার গ্রামের বাসিন্দা। শেষবার যখন বাবা জগন্নাথ স্যায়ালের সঙ্গে তার কথা হয় তখন তাকে দুবাইয়ের এয়ার শো-এর ভিডিও টিভি বা ইউটিউবে সার্চ করে দেখতে বলেছিলেন নমন স্যায়াল। ইউটিউবে এয়ার শোর ভিডিও দেখতে গিয়ে দুর্ঘটনার খবর পান। পরে তিনি পুত্রবধূকে ফোন করে বিষয়টি নিশ্চিত হন। এর কিছুক্ষণ পর ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা গিয়ে আনুষ্ঠানিকভাবে পরিবারকে মৃত্যুসংবাদ জানান।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তেজস বিমানের এই দুর্ঘটনার কারণ জানতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

তেজস ভারতীয় বিমান বাহিনীর নিজস্ব নকশায় তৈরি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যা প্রযুক্তিগত সক্ষমতা, গতি ও কৌশলগত ক্ষমতায় বিশেষ নজরকাড়া।

উইং কমান্ডার নমন স্যায়াল সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত দক্ষ, শান্ত-স্বভাব এবং দায়িত্বশীল কর্মকর্তা। তার পরিবার ও গ্রামের মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায়।

Scroll to Top