এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় জেলেনস্কি বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেনের যুদ্ধবন্দীদের জীবন, তাঁদের স্বজনদের অনুভূতি ও সমাজের আবেগ নিয়ে খেলছে রাশিয়া। উড়োজাহাজ ভূপাতিত করায় কিয়েভকে দায়ী করে মস্কোর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, দিনটি খুবই কঠিন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের সব তথ্য স্পষ্ট করতে হবে। রাশিয়ার ভূখণ্ডে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ তিনি এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে ‘সন্ত্রাসী আচরণ’ বলেছে রাশিয়া। দেশটি এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।