ইউক্রেনের দু'টি গ্রাম দখলের দাবি রাশিয়ার | চ্যানেল আই অনলাইন

ইউক্রেনের দু'টি গ্রাম দখলের দাবি রাশিয়ার | চ্যানেল আই অনলাইন

পূর্ব ইউক্রেনের আভদিভকা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া। এই নিয়ে গত এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি করেছে দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি গোলাবারুদ সংকটে পড়া ইউক্রেনের বিরুদ্ধে বেশ কিছু সাফল্য পেয়েছে রুশ বাহিনী। গত মাসে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এরপর চলতি সপ্তাহেই শহরটির একটি গ্রাম দখলে নেয় রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী টোনেঙ্কে গ্রামকে মুক্ত করেছে। এই গ্রাম দখলে নেয়াকে মস্কো একটি টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেছে।

এদিকে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজধানীতে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর “কমান্ড সেন্টারে” হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রসহ “উচ্চ-নির্ভুল অস্ত্র” ব্যবহার করেছে।

Scroll to Top