ইউক্রেনের জ্বালানি গ্রিড সংস্কারের মার্কিন সহায়তা বন্ধ

ইউক্রেনের জ্বালানি গ্রিড সংস্কারের মার্কিন সহায়তা বন্ধ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পর এবার দেশটিতে জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শনিবার (১ মার্চ) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে পররাষ্ট্র দপ্তর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এই উদ্যোগটি বন্ধ করে দিয়েছে।

এতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণ থেকে ইউক্রেনের জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে কয়েকশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি। এবার সেই বিনিয়োগ বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন মিশনে কর্মরত দুই ইউএসএআইডি কর্মকর্তা।

জ্বালানি গ্রিডগুলোতে হামলার কারণে ইউক্রেনের কিছু অঞ্চলে রাতারাতি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তিন বছরের যুদ্ধের সময় দেশটির সিস্টেমগুলো প্রায় বন্ধ হয়ে গেছে।

ইউক্রেন মিশনের সাথে জড়িত একজন ইউএসএআইডি কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সীদ্ধান্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার প্রভাব বলা যেতে পারে। এছাড়া এটি রাশিয়াকে ইঙ্গিত দেয় যে আমরা ইউক্রেনের বিষয়ে চিন্তা করি না। তাছাড়া অতীত বিনিয়োগ সম্পর্কেও চিন্তা করি না।

কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ইউক্রেনে দ্বিমুখী যুদ্ধ চলছে। একটি সামরিক যুদ্ধ, আর অন্যটি অর্থনৈতিক যুদ্ধ। রাশিয়া অর্থনীতিকে ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু ইউএসএআইডি এটিকে স্থিতিশীল করতে সাহায্য করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। আমরা ইউক্রেনীয় সরকারকে একটি সামষ্টিক অর্থনৈতিক সংকট এড়াতে প্রচুর পরিমাণে সহায়তা প্রদান করেছি।

এদিকে ইউক্রেন জ্বালানি নিরাপত্তা প্রকল্প শেষ করার পাশাপাশি ইউএসএআইডি ইউক্রেনে তার কর্মকর্তাদের উপস্থিতি নাটকীয়ভাবে কমে যাচ্ছে।

Scroll to Top