ইংল্যান্ড-ভারত সিরিজে ভাঙল যত রেকর্ড

ইংল্যান্ড-ভারত সিরিজে ভাঙল যত রেকর্ড

৫ টেস্ট, ৪৬ দিন। দীর্ঘ এক টেস্ট সিরিজে জমজমাট লড়াই উপহার দিয়েছে ইংল্যান্ড-ভারত। জমজমাট এই সিরিজের শেষ দিন আজ। তবে এরই মধ্যে এই সিরিজে হয়েছে অনন্য বেশ কিছু রেকর্ড।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির রোমাঞ্চকর এই লড়াইয়ে রেকর্ড বইয়ের একের পর এক পাতা লেখা হয়েছে নতুন করে। রানবন্যার এই সিরিজে দুই দলের ব্যাটাররাই গড়েছেন স্মরণীয় রেকর্ড।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক সিরিজে দুই দল মিলে ৭ হাজার রান তুলেছে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রান করে জিতে গেলেও মাত্র ২৭ রানের জন্য রেকর্ডটা হবে না।

১৯৯৩ সালে অ্যাশেজে হয়েছিল ৭২২১ রান, যা এখনো সবার উপরে। তবে সেই অ্যাশেজটা ছিল ছয় ম্যাচের। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড-ভারত সিরিজের রানটাই রেকর্ড।

এই সিরিজে সেঞ্চুরির দেখা মিলেছে ২১টি সেঞ্চুরি। ভারতের ব্যাটাররা পেয়েছেন ১২টি সেঞ্চুরি, ইংল্যান্ডের ৯টি। এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে এটিই যৌথভাবে সর্বোচ্চ। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ চার টেস্টের সিরিজেও ২১টি সেঞ্চুরি হয়েছিল।

ইংল্যান্ড-ভারত সিরিজে সেঞ্চুরি পেয়েছেন দুই দলের ১২ ব্যাটসম্যান, এটিও যৌথভাবে রেকর্ড। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ১২ জন সেঞ্চুরি পেয়েছিলেন।

চলতি সিরিজে ৩০০ বা এর চেয়ে বেশি রানের দলীয় ইনিংস ১৪টি, যা ছুঁয়েছে আগের রেকর্ড। ১৯২৮-২৯ অ্যাশেজেও ১৪ বার ৩০০ হয়েছিল।

এই সিরিজে ৭৫৪ রান করেছে ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ভারতের হয়ে এক সিরিজে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। অধিনায়ক হিসেবেও এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানেড় রেকর্ড গড়েছেন তিনি। তার ওপরে শুধুই স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজে ঘরের মাঠে ৮১০।

এক সিরিজে ৪ সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশে বসেছেন গিল।

এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গিলের। এজবাস্টনে ৪৩০ রান (২৬৯ ও ১৬১) করেছেন গিল। ২৬ রানের জন্য ছুঁতে পারেননি ইংল্যান্ডের গ্রাহাম গুচকে। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৪৫৬ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক (৩৩৩ ও ১২৩)।

ইংল্যান্ডের প্রথম অধিনায়ক ও সব মিলিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন বেন স্টোকস।

এই সিরিজে ছয়বার ৫০ ছাড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যা ছয় বা এর নিচে ব্যাট করে এক সিরিজে সবচেয়ে বেশি ৫০+ ইনিংস খেলার যৌথ রেকর্ড।

সিরিজে জাদেজার রান ৫১৬। ভারতের হয়ে এক সিরিজে পাঁচের নিচে নেমে যা সর্বোচ্চ, সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ।

Scroll to Top