ইংল্যান্ডে ছুরি হামলা, শিশুসহ আহত ৮ – DesheBideshe

ইংল্যান্ডে ছুরি হামলা, শিশুসহ আহত ৮ – DesheBideshe

লন্ডন, ২৯ জুলাই – যুক্তরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলের সাউথপোর্ট এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকের এই হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

ব্রিটেনের জরুরি পরিষেবা সংস্থা বলেছে, উত্তরপশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্টে ছুরি হামলায় ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় একটি শিশু হাসপাতাল সেখানে বড় ধরনের ঘটনা ঘটেছে বলে ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ছুরি হামলার ঘটনাকে ‌‌‘‘অত্যন্ত মর্মান্তিক’’ বলে অভিহিত করেছেন।

সাউথপোর্টের মার্সিসাইড পুলিশ বলেছে, তারা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছে। স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি প্রোপার্টিতে হামলার এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের সশস্ত্র পুলিশ হামলার ঘটনায় জড়িত সন্তেহে একজন পুরুষকে আটক করেছে। দেশটির এই বাহিনী বলেছে, ওই এলাকায় জনসাধারণের জন্য ব্যাপক পরিসরের কোনও হুমকি নেই।

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) বলেছে, তারা ছুরিকাঘাতে আহত আট রোগীকে চিকিৎসা দিয়েছে এবং কয়েকজনকে অ্যাল্ডার হে চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ‘‘আমরা নিশ্চিত করতে পারি যে, ট্রাস্ট একটি বড় ঘটনার ঘোষণা করেছে।’’

‘‘”ট্রাস্ট এই ঘটনার মোকাবিলায় অন্যান্য জরুরি পরিষেবা সংস্থার সাথে কাজ করছে এবং আমাদের জরুরি বিভাগ বর্তমানে অত্যন্ত ব্যস্ত রয়েছে।’’ হাসপাতাল কর্তৃপক্ষ কেবল জরুরি হলেই অসুস্থ সন্তানদের হাসপাতালে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।

ছুরিকাঘাতে আহতদের অ্যাইনট্রি ইউনিভার্সিটি হাসপাতাল, সাউথপোর্ট হাসপাতাল ও ফরম্বি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, আমরা আমাদের হ্যাজারডাস এরিয়া রেসপন্স টিম (এইচএআরটি), এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৩টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি।

এদিকে, ছুরি হামলার ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, একাধিক ছুরিকাঘাতের এই ঘটনায় ‘‘ভয়াবহ এবং অত্যন্ত মর্মান্তিক।’’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুলাই ২০২৪

Scroll to Top