আবুধাবি, ০৫ অক্টোবর – শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করেছিল টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ইংল্যান্ডের বিপক্ষে আগে বল করতে হবে বাংলাদেশকে। টস জিতে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
আগের ম্যাচের একাদশে একটা পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দিলারা আক্তার।
স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরে টাইগ্রেসরা এ জয় পেয়েছে এক দশক পর। ২০১৪ সালের আসরে ২ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার মেয়েদের এটি তৃতীয় জয়। তবে এবারের আসরে দ্বিতীয় জয় পাওয়াটা কঠিনই হবে টাইগ্রেসদের। ‘বি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
তিন দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে দ্বিতীয় ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তিনবার দেখা হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডের। তিনবারই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ৬ বছর পর আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুদল।
শক্তির বিচারে ইংলিশদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও আশা হারাচ্ছে না বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের তাজা স্মৃতি সঙ্গী করে ইংলিশদের চমকে দিতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশ্বাসই দিয়েছেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি।
আজকের বাংলাদেশ-ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখতে পাবেন নাগরিক টিভি ও ও স্টার স্পোর্টস-১ এ।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার। ইংল্যান্ড একাদশ: হিদার নাইট (অধিনায়ক), মাইয়া বাওচার, ড্যানি উইয়েট, অ্যালাইস ক্যাপসি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যামি জোন্স, ড্যানিয়েলে গিবসন, চার্লি ডিন, সারাহ গ্লেন, সোফি একলেস্টোন ও লিন্সে স্মিথ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ অক্টোবর ২০২৪