বিএনপি নেতা কর্মীকে জেলখানায় পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ডামি সরকার গুম, খুন, মামলা ও ঘরবাড়িতে হামলা চলমান রেখেছে। দিন দিন তাদের অরাজকতা বেড়েছে। তারা যে পরিকল্পিতভাবে বিএনপি নেতা কর্মীদের উপর এমন নির্যাতন নির্মমতা করছেন ১৭ ডিসেম্বর সাবেক কৃষি মন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার।’
‘এছাড়া জনগনকে প্রতারিত করে ৭ জানুয়ারি ষোলো কলা পূর্ণ করা হলেও ক্ষমতা হারানোর ভয়ে দেশ জুড়ে বিএনপি নেতা কর্মী ও অন্যান্য সহযোগী দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে শেখ হাসিনা।’
রিজভী বলেন, ‘কারাগারে বন্দি নেতা কর্মীদের ওপর নিপীড়ন করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। তাদের খাওয়া দেওয়া হচ্ছে না। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছেনা। প্রয়োজনীয় ওষুধ কিনে দিলেও কারাগারে দেওয়া হচ্ছে না। এভাবে তিলে তিলে বিএনপি নেতা কর্মীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘এই সরকার পরিকল্পিত ভাবে জীবন বিনাশের এজেন্ডা নিয়ে কাজ করছে। ছাত্রলীগের নেতা কর্মীদের দিয়ে নির্যাতন হচ্ছে কারাগারে। ইতিমধ্যে ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। এবং পরিকল্পিত ভাবে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানাই আমরা।’
এ সময় শেখ হাসিনার সাথে একত্ববাদ ঘোষণা করে পুলিশ এক যোগে কাজ করছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘পরিকল্পিত জীবন বিনাশের এজেন্ডা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হত্যাকাণ্ড, নির্যাতন করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন মামলার আসামি হয়েছেন ৮৫ জন, আহত ৩ জন ও কারাগারে একজন নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রিজভী।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টা কমিটি ও কেন্দ্রীয় কমিটির কর্মীরা উপস্থিত ছিলেন।