আহতদের বিদেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

আহতদের বিদেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, ‘গুরুতর আহত যাঁরা, তাঁদের বিস্তারিত মেডিকেল হিস্ট্রির রিপোর্ট তৈরি করে দূতাবাসগুলোর কাছে সাহায্য চাওয়া যেতে পারে। বিভিন্ন দূতাবাসের অনেক কর্মকর্তা জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছিলেন। আহতদের ব্যাপারে তাঁদের সহানুভূতি আছে। নিশ্চয়ই তাঁরা আমাদের এ ব্যাপারে সাহায্য করবেন।’

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ সভায় ফাউন্ডেশনের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, নির্বাহী পরিষদ গঠন ও আয়-ব্যয়ের হিসাবও অনুমোদন দেওয়া হয়।

নির্বাহী পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক হিসেবে মো. সারজিস আলম, অর্থ সম্পাদক হিসেবে মোহা. আহসান হাবীব চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে মুহা. মুজাহিদুল ইসলাম, সাবরিনা আফরোজ সেবন্তি ও তাসনিম জারাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Scroll to Top