আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

আসছে যুদ্ধ, প্রস্তুতি নেই ইউরোপের: পোল্যান্ডের প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে ইউরোপের সাথে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার জন্য ইউরোপের কোন প্রস্তুতি নেই বলে মন্তব্য করেছেন তিনি।

আজ (৩০ মার্চ) শনিবার বিবিসি একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে জানায়, ডোনাল্ড টাস্ক বলেছেন, যুদ্ধপূর্ব একটি পরিস্থিতি তৈরি হচ্ছে ইউরোপে। কিন্ত তার জন্য ইউরোপের কোন প্রস্তুতি নেই। ইউক্রেন যদি রাশিয়ার কাছে পরাজিত হয় তাহলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকতে পারবে না।

ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার নতুন করে কয়েকদফায় ক্ষেপণাস্ত্র হামলার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দিয়ে বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাচ্ছি না। তবে যুদ্ধ এখন আর অতীতের কোন ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব, যার শুরু হয়েছে ২ বছর আগেই।

এছাড়াও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন টাস্ক। তিনি বলেন, আগামী দুই বছর ইউক্রেনে যা হবে, তার ওপরেই ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে ইউরোপ সবচেয়ে খারাপ সময় পার করছে।

Scroll to Top