আর্থিক প্রতিষ্ঠানের এমডি নিয়োগে যেসব শর্ত দিল কেন্দ্রীয় ব্যাংক – DesheBideshe

আর্থিক প্রতিষ্ঠানের এমডি নিয়োগে যেসব শর্ত দিল কেন্দ্রীয় ব্যাংক – DesheBideshe

ঢাকা, ২৬ মার্চ – ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে নিয়োগ বা পুনঃনিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে নীতিমালা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এমডি হওয়ার জন্য বেশকিছু উপযুক্ততা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফৌজদারি আদালতে দণ্ডিত কিংবা জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্যবিধ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে পারবে না। এছাড়া দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য করে থাকলেও অথবা বাংলাদেশ ব্যাংকের অফসাইট বা অনসাইট পরিদর্শনে তার বিরুদ্ধে কোনো বিরূপ পর্যবেক্ষণ করতে থাকলে এমডি হিসেবে অযোগ্য হবে। আগে কোনো প্রতিষ্ঠানে থাকাকালীন ওই প্রতিষ্ঠানের নিবন্ধন অথবা লাইসেন্স বাতিল হয়েছে অথবা কোম্পানি বা প্রতিষ্ঠানটি অবসায়িত হয়েছে কিংবা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে কোনো প্রতিষ্ঠানের হতে অপসারণ, বরখাস্ত, অবনমিত বা অব্যাহতি হয়েছেন এমন ব্যক্তি এমডি হতে পারবে না। ঋণ খেলাপি, কর খেলাপি ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তি এমডি হতে পারবে না।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ মার্চ ২০২৪

Scroll to Top