আর্জেন্টিনায় সাংবাদিক ধর্ষণের অভিযোগে আটক ৪ ফুটবলার

আর্জেন্টিনায় সাংবাদিক ধর্ষণের অভিযোগে আটক ৪ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

সাংবাদিককে হোটেল কক্ষে ধর্ষণের অভিযোগে ৪ আর্জেন্টাইন খেলোয়াড়কে আটক করেছে দেশটির পুলিশ। আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব ভেলেজ সার্সফিল্ডের চার ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ আনেন ২৪ বছর বয়সী এক ক্রীড়া সাংবাদিক। প্রসিকিউটর অফিসের অনুরোধে ৪৮ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের।

অভিযুক্ত চার ফুটবলার উরুগুয়ের ৩৭ বছর বয়সী গোলকিপার সেবাস্তিয়ান সোসা, প্যারাগুয়ের ২৭ বছর বয়সী মিডফিল্ডার হোসে ফ্লোরেন্তিন এবং আর্জেন্টিনার ২৭ বছর বয়সী ব্রায়ান কুফরে ও ২১ বছর বয়সী আবিয়েল ওসোরিও। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। এবং তদন্ত চলাকালীন সময় পর্যন্ত তাদের আটক রাখার আবেদন করেছিলেন ভিকটিমদের আইনজীবী প্যাট্রিসিয়া নেম।

অভিযোগকারী ওই নারী পুলিশকে জানিয়েছেন, গত ৩ মার্চ অভিযুক্তদের একজনের সঙ্গে হোটেলে মিলিত হতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষায় ছিল। ওই নারী বলছিলেন যে, তিনি খেলোয়াড়দের সাথে মদ পান করেছিলেন, একটি বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এবং তাকে সেসময় ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

তার আইনজীবী প্যাট্রিসিয়ার মতে, অভিযোগ প্রমাণের ‘পর্যাপ্ত উপাদান’ রয়েছে তাদের কাছে। অভিযুক্তরা তাই যে কোনো সময় পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। তুকুমান প্রসিকিউটরের সামনে তিন ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি করা তার জন্য কঠিন জানিয়ে স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি সাক্ষাত্কারে আরও বলেছেন, ‘মাঝে মাঝে তিনি ভেঙে পড়েন কারণ তাকে তার অভিজ্ঞতার পুরো মনে করিয়ে দেওয়া হচ্ছিল এবং (প্রতিপক্ষ) আইনজীবী একটি বিকৃত শব্দ ব্যবহার করেছেন।’

এদিকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চার খেলোয়াড়ের সঙ্গে চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ভেলেজ সার্সফিল্ড ক্লাব। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু করবে বলেও জানিয়েছে তারা।

সারাবাংলা/এসএস

Scroll to Top