ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, আরলিং হালান্ডদের মতো তারকাকে বিশ্ব চিনেছে এই টুর্নামেন্ট দিয়েই। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দিয়ে এবার তারকাখ্যাতি পেলেন মরক্কোর তরুণ ফুটবলার ইয়াসির জাবিরি। ফাইনালে জাবিরির জোড়া গোলেই ফেভারিট আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো।
টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর ফাইনালে উঠে নিজেদের ৭ম শিরোপা জিতবে আকাশী নীলরা, ধারণা করা হচ্ছিল এমনটাই।
চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসের ফাইনালে পুরো ম্যাচজুড়ে শুধু হতাশাই উপহার দিয়েছে ফেভারিট আর্জেন্টিনা। ৭৬ শতাংশ বল দখল ও ২০টি শটস অন টার্গেট থাকলেও একবারও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
উলটো আর্জেন্টিনার জালে দুইবার বল জড়িয়েছে মরক্কো। এই গোলই এসেছে জাবিরির পা থেকে। ১২ ও ২৯ মিনিটে করা তার জোড়া গোলেই শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে আফ্রিকার এই দেশটি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে নতুন ইতিহাস গড়েই বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো।
শেষ বাঁশি বাজার পর একদিকে উল্লাসে মেতেছে মরক্কো, অন্যদিকে চোখের জলে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা।