চট্টগ্রাম, ৩০ অক্টোবর – জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫০ রান, তবুও সেটা করতে পারল না বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিম ৪৮ বলে ৬১ রান করার পরও দল হেরেছে। যে কারণে ম্যাচ শেষে আক্ষেপ করলেন তিনি। তামিম মনে করেন, তিনি যদি শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারতেন তাহলে হয়ত ফলাফল ভিন্ন হতো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আসলে ম্যাচ না জেতায় কিছুর ভ্যালু থাকে না। উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করতে হয় এখানে। একটু স্কিডি ছিল, আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন যেয়েই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়ে যেতো।’
‘অবশ্যই, আপনাকে যেটা বললাম এই উইকেটে সেট ব্যাটারেই শেষ করতে হয়। কারণ নতুন ব্যাটার গিয়েই হিটিং করাটা খুব কঠিন এই উইকেটে। আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করেছে। ওদেরও একই অবস্থা হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে। আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়ত সহজেই ম্যাচটা বের হয়ে আসতো।’-যোগ করেন তিনি।
নিজের কাঁধে দায় নিয়ে তামিম বলেন, ‘দেখুন— আপনাকে যেটা বললাম এখানে গিয়েই মারাটা কঠিন এই উইকেটে। আমার মনে হয় এটাই আসল কারণ। ওইখানে আমার দায়িত্বটা একটু বেশি ছিল। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫





