‘আমরা টোটালি ফেল করেছি’

‘আমরা টোটালি ফেল করেছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট

সিলেট টেস্টে বিশাল ব্যবধানে হারের পর চট্টগ্রাম টেস্টেও প্রথম দিন থেকেই শ্রীলংকার বিপক্ষে নাস্তানাবুদ হয়ে চলেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা চলছেই। সঙ্গে ফিল্ডিংটা হচ্ছে রীতিমতো শিশুসুলভ! চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত সাতটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা! ক্যাচ মিসের কারণ হিসেবে বাড়তি বাতাসের কথা উল্লেখ করেছেন বাংলাদেশের তরুণ ওপেনার জাকির হাসান। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টে টোটালি ফেল করেছি বলেছেন জাকির।

বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া ও বাজে বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছে শ্রীলংকা। পরে ব্যাটিংয়ে আরেকবার হতশ্রী দশা ফুটিয়ে তুলে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৭৮ রানেই। বাংলাদেশকে ফলোঅন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা শ্রীলংকা ৬ উইকেটে ১০২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।

অর্থাৎ ইতোমধ্যেই ৪৫৫ রানের লিড নিয়েছেন লংকানরা। সে হিসেবে সিলেটের মতো চট্টগ্রামেও আরেকটা বড় হারের অপেক্ষায় বাংলাদেশ। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসে তরুণ ওপেনার জাকির হাসান বললেন, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে আমাদের যে রোলটা ছিল, ওই রোলটাও আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের যেমন খেলার কথা ছিল, হয়তো আমরা ও রকম খেলতে পারিনি।’

একের পর এক ক্যাচ ড্রপের কারণেই মূলত রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। এ বিষয়ে জাকিরের মুখে পুরনো প্রতিশ্রুতিই, উন্নতির চেষ্টা করবেন তারা!

জাকির বলেন, ‘অবশ্যই ক্যাচ ড্রপ হলে সবার খারাপ লাগে। এই ম্যাচেও আমাদের অনেক ক্যাচ ড্রপ হয়েছে। আসলে এটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। চেষ্টা করছি ইনশা আল্লাহ ওই জায়গায় উন্নতি করার।’

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

Scroll to Top