আবার পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর! – DesheBideshe

আবার পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর! – DesheBideshe

ইসলামবাদ, ৩০ মার্চ – সবশেষ ওয়ানডে বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এর পরেই দেশটির তিন সংস্করণেই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। যদিও পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি ছিল, বাবরকে নেতৃত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল।

বাবরের শূন্যস্থান পূরণ করতে টেস্টে শান মাসুদ ও টি-২০ সংস্করণের অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদি। তারা দুজনই মাত্র একটি করে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সাদা বলের নেতৃত্বে ফিরতে যাচ্ছেন বাবর। পিসিবি সভাপতি মহসিন নাকভিই বাবরকে এই প্রস্তাব দিয়েছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটি জানায়, বাবরকে প্রস্তাব দিতে এই সপ্তাহের (গত সপ্তাহের) শুরুর দিকে তার সঙ্গে দেখা করেন মহসিন। তবে বাবর তিন ফরম্যাটের অধিনায়কত্বই চান বলে জানিয়েছে ক্রিকইনফো।

সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের নেতৃত্বে ফেরার প্রস্তাবে এখনো সম্মতি দেননি বাবর। তবে যদি পিসিবির প্রস্তাবে রাজি হয়ে বাবর ওয়ানডে ও টি-২০র অধিনায়কত্ব নেন, সেক্ষেত্রে নেতৃত্ব হারাবেন শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং পিএসএলে লাহোর কালান্দার্সের ভরাডুবির পর শাহিনের ওপর থেকে আস্থা হারিয়েছে পিসিবি।

তবে যে সিদ্ধান্তই আসুক না কেন, সেটা দ্রুত হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, আগামী এপ্রিলে ঘরের মাঠের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন গ্রিনরা।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ মার্চ ২০২৪

Scroll to Top