আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ৩ হাজার ফ্লাইট | চ্যানেল আই অনলাইন

আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ৩ হাজার ফ্লাইট | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

আবহাওয়া খারাপ থাকার কারণে অর্থাৎ ঝড়, অতিরিক্ত বৃষ্টিপাত, কুয়াশার মতো প্রাকৃতিক বিপর্যয়ের সময় ২০২৩ সালে ভারতজুড়ে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার ৭ ফেব্রুয়ারি সরকারি তথ্য বিশ্লেষণ করে হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়াজনিত সমস্যা ছাড়াও গত বছর এক হাজার ৬০০টির বেশি ফ্লাইট প্রযুক্তিগত ত্রুটির কারণে বাতিল করতে হয়েছিল।

BkashBkash

দেশটিতে ২০১৯ সালের পর থেকে সংখ্যার দিক দিয়ে এটিই ছিল সর্বোচ্চ, সেই বছর তিন হাজার ৮৯৩টি ফ্লাইট বাতিল করতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য।

প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া খারাপ থাকার কারণে সব মিলিয়ে তিন হাজার ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল, এর মধ্যে সবথেকে বেশি ফ্লাইট বাতিল করেছিল ইন্ডিগো। গত বছরে ইন্ডিগো মোট দু’হাজার ১৮৫টি তারপরেই অ্যালায়েন্স ৩২৩টি ও স্পাইসজেট ১৮৬টি বিমানের উড়ান বাতিল করেছিল।

Reneta JuneReneta June

এছাড়াও এই একই সমস্যার কারণে ভিস্তারা ৮৯টি, এয়ারএশিয়া ভারতের পাঁচটি এবং আকাসা এয়ারের ২টি বিমান বাতিল হয়েছিল।

Scroll to Top