আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা, নেই সাকিব-লিটন – DesheBideshe

আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা, নেই সাকিব-লিটন – DesheBideshe

ঢাকা, ০১ নভেম্বর – অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাসকে ছাড়াই এবং নাজমুল হোসেনকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের এই দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে অসুস্থতার জন্য বাদ পড়েছেন লিটন দাস। এছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে নাসুম আহমেদকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম সুযোগ পেলেন তিনি।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

এর আগে অলরাউন্ডার সাকিব আল হাসান যে আফগান সিরিজের দলে থাকবেন না সেই ইঙ্গিত আগেই মিলেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়। তিনি বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ নভেম্বর ২০২৪



Scroll to Top