আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়ালো | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৮০০-এর বেশি মানুষ। রোববার ৩১ আগস্ট রাতে ৬ মাত্রার এ ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্গম পাহাড়ি এলাকা ও বন্ধ হয়ে যাওয়া সড়কপথ। ফলে হেলিকপ্টারেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চলছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা প্রাথমিক তথ্যে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানে জাতিসংঘের প্রধান সমন্বয়কারী জানান, দুর্গতদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার পূর্বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী কুনার প্রদেশের নুরগাল জেলা, যেখানে একাধিক গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

৮ কিলোমিটার গভীরতায় উৎপন্ন হওয়া এই ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়। তালেবান সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য এরই মধ্যে ১০ লাখ পাউন্ড ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে। তবে তারা নিশ্চিত করেছে, এই অর্থ সরাসরি তালেবান সরকারের হাতে যাবে না।

Scroll to Top