আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

টানা তৃতীয়বার শিরোপা জয়ের মিশন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুটা বেশ ভালোই হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে শক্ত দল আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে রানের পাহাড় গড়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২৮৩ রান তুলেছিল দলটি। এতো বড় লক্ষ্য পেয়েও ঘাবড়ে না গিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার (১৩ ডিসেম্বর)  দুবাইতে ২৮৩ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দাপুটে। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ শুরু থেকেই আকমণাত্মক খেলেছেন।

জাওয়াদ আবরার ৪৫ বলে ফিফটি করে সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। ফিফটির পরও দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন এই ওপেনার। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি। ৯৬ রান করে ফিরেছেন।

রিফাত ফিরেছেন ৬২ রান করে। তিনে নেমে অধিনায়ক আজিকুল হক তামিম ম্যাচের হাল ধরেছেন। তার ৪৭ বলে ৪৭ রানের ইনিংসটি খুব কার্যকর ছিল।

একটা সময় তামিম, সামিুন বশির ও মোহাম্মদ আবউল্লাহ পরপর ফিরে গেলে চাপ গিয়ে পরে বাংলাদেশের ওপর। তবে শেষ দিকে রিজান হোসেন ও শেখ মারভেজ জীবনের হিসেবি ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

এর আগে বাংলাদেশের বোলিংটা ভালো হয়নি। শুরুতেই অবশ্য উইকেট পেয়েছিল বাংলাদেশ। তবে পরে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশি বোলাররা। ওপেনার খালিদ আহমদজাইকে মাত্র ৩ রানে ফেরান সাদ ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন ওসমান সাদাত ও ফয়সাল। সাউন বসিরের বলে বোল্ড হয়ে সাদাত ফেরেন ৩৪ রান করে।

পরের জুটিতে ৯৩ রান তুলে আফগানদের বড় স্কোরের পথটা দেখিয়ে দেয়। তার মধ্যে ফয়সাল শিনোজাদা ৯৪ বলে ৮টি চার ৪টি ছক্কায় ১০২ রান করেছেন ফয়সাল। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। শেষ দিকে আফগানরা অবশ্য দ্রুত রান তুলতে পেরেছেন। শেষ পর্যন্ত ২৮৩ রানে থেমেছে দলটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি এবং সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

Scroll to Top