এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মধ্যে ৪৩ জন বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর।
আজ মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কামরুল ইসলাম সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ‘একটি অন্তর্বর্তীমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বৃদ্ধি করা’।
এছাড়া অধ্যাপক ডা. জিয়াউর রহমান বলেন, সাড়ে সাত বিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় ভুগছে। তাদের জন্য ট্রেনে, হাসপাতালে আলাদা সিট রাখতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। ব্যক্তির অধিকার বিষয়েও তুলে ধরেন তিনি।
অধ্যাপক ডা. মো. শাকুর বলেন, বিএসএমএমইউ রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে, বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা সকল চিকিৎসা দিতে সক্ষম হবো।
বিএসএমএমইউয়ের বিভিন্ন বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৯৬ জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে জরুরি বিভাগে ৫৮ জন, কেবিনে ৫৩ জন, সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে ১৫২ জন, অভ্যন্তরীণ বিভাগে ২৪ জন এবং আইসিউতে ১০ জন রোগী রয়েছেন।