ঢাকা, ০৯ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভা হয়েছে এক মাসও অতিক্রম হয়নি। এরই মধ্যে আজ আবারো জরুরি বৈঠকে বসছে দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শনিবার মিরপুরে দুপুর বারোটা নাগাদ শুরু হবে এই সভা। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই জরুরী সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এই সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এই সভা।
প্রসঙ্গত, সবশেষ ২০২২ সালের জুনে বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস, এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিক সভা। আজ বোর্ড সভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।
এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে আজকের বোর্ড সভায়।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৯ মার্চ ২০২৪