এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম গিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ে বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন এশিয়ান ইনডোরে আজ ৪০০ মিটারে ফাইনালে খেলছেন, যা তাঁর জন্য দারুণ এক প্রাপ্তিই।
তেহরানে যাওয়ার আগে জহির বলেছিলেন, অভিজ্ঞতা অর্জনই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্য ছাপিয়ে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ফাইনালে নামবেন পদকের আশায়। এ জন্য তেহরান থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। প্রথম আলোকে বলেছেন, ‘নিজের হিটে প্রথম হয়েছি। আমি খুব খুশি। আরও খুশি হব পদক জিততে পারলে।’




